মোঃ গোলাম কিবরিয়া, বিজয়নগর প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া)
বিজয়নগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনের ব্যবহৃত একটি সিএনজি সহ একজনকে আটক করে বিজয়নগর থানা পুলিশ।
আজ রবিবার (১৭ ডিসেম্বর) দুপুর ২ ঘটিকার সময় বিজয়নগর থানাধীন ৩নং ইছাপুরা ইউপিস্থ ফুলবাড়িয়া সাকিনের ব্রীজের চান্দুরা টু চম্পকনগর সড়কের উপর হইতে সিএনজির পিছনে ইঞ্জিনের পাশে চেসিসের উপর হইতে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৮ (আট) কেজি মাদকদ্রব্য গাঁজা সহ আলকাছ মিয়া (২২) কে আটক করা হয়।
আটককৃত আসমী আলকাছ মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের আমীরপাড়া গ্রামের আরব আলীর ছেলে।
এব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুল ইসলাম বলেন, ৮ কেজি গাজা সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলার রজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।