হীরা আহমেদ জাকির,ব্রাহ্মণবাড়িয়াঃ
উঁচু নিঁচু পাহাড়ি টিলাই ঘুরাঘুরি, চা বাগান ও প্রাকৃতিক পরিবেশে আনন্দ উল্লাস ও বারবিকিউ পার্টির মাধ্যমে শীতকালীন আনন্দ ভ্রমন ২০২৫ এর একটি দিন কাটিয়ে দিলেন বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সদস্যরা।
২০২৪ সালের মাঝামাঝি সময়ের পর থেকেই বিভিন্ন সময় ভ্রমণের আগ্রহ ছিল সদস্যদের মধ্যে। এই নিয়ে অনেকবার আলোচনা করে পরিকল্পনা নেওয়া হলেও দেশের পরিস্থিতি, বিভিন্ন সমস্যার কারনে সেটার বাস্তবায়ন করতে হয় ২০২৫ এর জানুয়ারীতে।
সব প্রতিবন্ধকতাকে একপাশে রেখে ১৭ জানুয়ারী শুক্রবার সকাল ১০ টায় প্রেসক্লাব এর নতুন, পুরাতন সদস্যরা একত্রিত হয় চান্দুরা ডাকবাংলো জিলানী পেট্রোল পাম্পে।
সেখান থেকে তিনটি গাড়ি যোগে রোয়ানা করা হয় পার্শ্ববর্তী মাধবপুর উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে দিকে। চলার পথে বিভিন্ন মনোরম প্রাকৃতিক পরিবেশ প্রতিবারের মতো এবারও সবাইকে মুগ্ধ করে। শুক্রবার দিনটি যেহেতু জুম্মা বার তাই সাতছড়ি জাতীয় উদ্যানের পাশের মনোরম পরিবেশে মসজিদে জুমার নামাজ আদায় করে সবাই চা এর পাতার ভাস্কর্যের পাশ দিয়ে পাহাড় কেটে নতুন নির্মিত রাস্তা দিয়ে চলো যাই পাহাড়ের গহিনের নির্জন স্থানে। সেখান শুরু হয় বারবিকিউর আয়োজনে।
বারবিকিউ আয়োজনে ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ হাবিব যেহেতু পারদর্শী তাই সবাই তাকে দায়িত্ব দিয়েছিলো বাসা থেকে সব রেডি করে আনার। কথা অনুযায়ী মোহাম্মদ হাবিব বাসা থেকে মুরগী, মাছ মেরিনেট করে নিয়ে আসে। সবাই সম্মিলিতভাবে বারবিকিউ রান্নায় মেতে উঠে। কেউবা কয়লায় আগুন ধরাচ্ছে, কেউবা পেঁয়াজ, শসা, টমেটো ধুয়ে রেডি করছে। বাকিরা মাছ মাংসের বারবিকিউর প্রধান সেফ হাবিব এর কাছে হেলপারি করছে। মহিউদ্দিন রুবেল রুটি আনতে মোটরসাইকেল নিয়ে তেলিয়াপাড়ায় দৌড়াচ্ছে। কাজের ফাঁকে সবাই নিজ নিজ ব্লগ তৈরিতে ব্যস্ত হয়ে উঠে। ছোট, বড়, সিনিয়র, জুনিয়র কেউ অবসর নেই। কখন যে দুপুর পেরিয়ে বিকাল হয়ে গেলো কেউ বুঝতেই পারিনি।
এই সময় অসুস্থতা জন্য সফর সঙ্গী হতে না পারায় ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম চৌধুরী, কর্মব্যস্ততার জন্য সহ-সভাপতি মোস্তফা কামাল খাঁন সোহেল, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন মিয়া, দপ্তর সম্পাদক শাহনেওয়াজ শাহ। এবং অসুস্থতার জন্য কার্যকরী সদস্য হালিমা চৌধুরী, মোঃ শামীম উসমান গণি, পলাশ কুমার দাসের অনুপস্থিত আনন্দের মাঝেই তাদের কথা সবাই স্মারক করেন।
একত্রে রান্না, ঘুরাঘুরি, গ্রুপ ছবি, সিঙ্গেল যার যার মতো ছবি তুলা, যার যার মতো ব্লগ তৈরির পরে দুপুর পেরিয়ে বিকাল প্রায় ৪ টার দিকে ক্ষুধার্ত অবস্থায় খোলামেলা মাঠে বসে একত্রে খাওয়াদাওয়া যেন সারাদিনের আনন্দ ভ্রমণের ক্লান্তি দুর করে প্রশান্তির তৃপ্তি পেয়েছে।
এই শীতকালীন আনন্দ ভ্রমনে বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি এস এম কামরুল হাসান শান্ত নেতৃত্বে আরো উপস্থিত ছিলো যুগ্ম সাধারণ সম্পাদক হীরা আহমেদ জাকির, কোষাধ্যক্ষ কেফায়েতুল ভূঁইয়া, সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ হাবিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিউদ্দিন রুবেল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, কার্যকরী সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ কামরুল আলম সোহেল, সদস্য মোঃ আমিনুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম, এডঃ মোঃ শরিফুল ইসলাম, মোঃ সানাউল হক, সুশান্ত দাস ও আব্দুল হামিদ।
এছাড়াও মাধবপুর রিপোর্টার্স ক্লাবের নারায়ণ সরকার নয়ন ও উজ্জ্বল মিয়া সহ কয়েকজন নেতৃবৃন্দ উপস্থিত থেকে আনন্দের মাত্র বৃদ্ধি করেন। সর্বশেষে মাধবপুর রিপোর্টার্স ক্লাবের আমন্ত্রণে তেলিয়াপাড়া নয়াহাটি চা চক্রের মাধ্যমে আনন্দ ভ্রমনের যাত্রীবাহী গাড়ি বিজয়নগর উপজেলার দিকে রোয়ানা করে।