নিজস্ব প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকোণা: নেত্রকোণা পৌর মেয়র নমিনি, জেলা যুবদলের সাবেক ১নং সহ-সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন খান রনি পঞ্চমবারের মতো শীতবস্ত্র কম্বল বিতরন করেন
মহান স্বাধীনতার ঘোষক, বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনাপ) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোনায় দুস্থ, দরিদ্র ও অসহায় ছিন্নমূল চার শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
১৯ জানুয়ারি, রবিবার নেত্রকোনা পৌরশহরের আট নম্বর ওয়ার্ডের অন্তর্গত নাগড়া সাহাপাড়ায় নিজ উদ্যোগে কম্বল বিতরন করা হয়।
নেত্রকোনা পৌরসভার মেয়র নমিনি এবং জেলা যুবদলের সাবেক ১নং সহ-সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন খান রনি পঞ্চমবারের মতো তিনি শীতবস্ত্র কম্বল বিতরন করেন।