হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জ – ৪ আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলীকে কারণ দর্শানোর নোটিশ ( শোকজ) দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। রাস্তা দখল করে নির্বাচনী সমাবেশ করার অভিযোগে বুধবার (৩ জানুয়ারী) তাকে এ নোটিশ প্রদান করেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির প্রধান ও সিনিয়র সহকারী জজ সবুজ পাল।
নোটিশে বলা হয়, মঙ্গলবার (২ জানুয়ারী) বিকেলে চুনারুঘাট উপজেলা সদরের মধ্যবাজারে জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে নির্বাচনী সমাবেশ করেন নৌকা প্রতীকের প্রার্থী এডভোকেট মাহবুব আলী। এতে নির্বাচনী আচরণ বিধির সংশ্লিষ্ট ধারা লঙ্ঘিত হয়। আগামী ৫ জানুয়ারীর মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা প্রদান করার জন্য নোটিশে উল্লেখ করা হয়।