মহসিন আলম মুহিন
হয়তো প্রভাতের পাখি হয়ে আর করিব না কোলাহল,
ভাঙ্গিব না ধ্যান কখনো তোমার-দেব না তিক্ত তীব্র ছোবল।।
হয়তো গ্রীষ্মের প্রখর প্রহরে খু্ঁজব না আর অশত্থতল,
তিলসম স্নিগ্ধ পরশের তরে-পুড়েই মরিব, চাহিব না ফটিকজল।।
বর্ষা কালে নৌকা চড়ে-আসিব না আঙ্গিনাতে,
সঙ্গে হয়তো রাখবো না ধরে-পুঁথি খাতা এক সাথে।।
শরতের কালে কুসুম কাননে-একা একা রবো বসে,
দেখিব তোমার নতুন কুটির, নতুন ব্যবধানে-
সিক্ত আঁখি মেলে নতুন করে-নতুন দিনের আশে।।
হেমন্তের শেষে নবান্নের ঘ্রান, নাইবা পেলাম- ব্যথায় হৃদয় ভরে থাক প্রিয়া,
তোমার গোলায় জমা হোক বিধাতার সব দান-
তব চাওয়া হোক পূর্ণ, আমায় ফাঁকি দিয়া।।
হঠাৎ ত্বক শিহরি উঠিবে আসিয়া পড়িবে শীত,
তব আঙ্গিনায় অতিথি জুটিবে-আমার উঠোনে দুঃখের সঙ্গীত।।
দিন বয়ে যাবে স্রোত ধারায়, ফিরে যাবে সবে- আপন কুলার মাঝে,
ঋতুরাজ আসি বসিবে ধরায়-আমায় আলয়ে বিরহের নতুন সাজে।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ- এনায়েতপুর
উপজেলাঃ-চৌহালী
জেলাঃ- সিরাজগঞ্জ
বিভাগঃ- রাজশাহী
দেশঃ-বাংলাদেশ
মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯