শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহম্পতিবার (২০ মার্চ ২০২৫) বেলা ১১ টায় বীরগঞ্জ উপজেলা পরিষদের সভা কক্ষে এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে ।
এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভায় বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর আহমেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃমোঃ শাহরিয়ার মান্নান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, উপজেলা সমবায় অফিসার আহাদ আলী মন্ডল সহ উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং উপজেলার সকল এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় সুজালপুর বিডি ও বেইসমিতালী সংস্থা তাদের কার্যক্রম বিস্তারিত ভাবে উপস্থাপন করেন। সভায় পল্লীশ্রী, সিনজেন্টা ফাউন্ডেশন, জামতলী জনকল্যাণ সমিতি (জেজেএস) ,ওর্য়াল্ড ভিশন, বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশন, জগদল সিডিএসপি,বিডি, ভাবকি সিডিএসপি ২১২, অন্যদের মধ্যে, ব্র্যাক, আশা, কারিতাস, আরডিআরএস, , দ্বীপশিখা, উত্তরবঙ্গ শিশূ উন্নয়ন প্রকল্প, গুডনেইবার, টিএমএসএস, গ্রাম বিকাশ, ইয়ুথফার্স্ট কনর্সান্স এসসিডিএফ,ক্রিব, টি এল এমআই,ল্যাপ্রা বাংলাদেশ, সিডিএ ,এএসএস, এমকেবি, মুসলিম এইড বাংলাদেশ,ব্যুরো বাংলাদেশ,গ্রাম বিকাশ কেন্দ্র, আল-ফালাহ আম উন্নয়ন সংস্থা, হোম অব পিচ,মহিলা বহুমূখী শিক্ষা কেন্দ্র সহ প্রায় ছত্রিশ টি এনজিও অংশগ্রহন করেন।