মোঃ আল আমিন স্টাফ রিপোর্টারঃ
বীর মুক্তিযোদ্ধা শহীদ আবুল হোসেন স্মৃতি সংসদের উদ্যোগে ব্যাটমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৪ জানুয়ারি সন্ধ্যা সাড়ে আটটায় ব্রাহ্মণবাড়িয়ার সদর মাছিহাতা ইউনিয়নের চান্দপুর বাজারের ভূমি অফিসের মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে
চাঁন্দপুর চৌধুরী বাড়ি জুটি এবং চাঁন্দপুর পূর্বপাড়া জুটি মুখোমুখি হয়। এতে চাঁন্দপুর পূর্বপাড়া জুটি বিজয়ীর হাসি হাসে। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দল এবং টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথি ও গ্রামের গণ্যমান্য বক্তিরা। পুরস্কার স্পন্সর করেন মহিউদ্দিন শামিম,মাসুদুর রহমান মাসুম, সজল ভুইয়া (পর্তুগাল প্রবাসী), আল-আমিন ভুইয়া, শরিফ ভুইয়া ( মালয়েশিয়া প্রবাসী), লিটন ভুইয়া, তুষার ভুইয়া।
আক্কাস ভূইয়ার সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শহীদ আবুল হোসেনের মামা ভাষাসৈনিক নাসির উদ্দিন মাস্টার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ আবুল হোসেনের চাচাতো ভাই শাহ আলম ভূইয়া, শহীদ আবুল হোসেনের আপন ভাই সিনিয়র সাংবাদিক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক মোঃ মোরশেদুল আলম জাহের,
বিশিষ্টজন সেলিম ভূইয়া, আরিফুর রহমান ভূইয়া, জিল্লুর রহমান জনি, আশিকুর রহমান ভুইয়া, শরিফুল্লাহ ভুইয়া (আবেদ), বদিউল আলম বাহার স্যার, জাহাঙ্গীর মিয়া, শরিফ শাহ, হারেশ ভুইয়া, ইসমাইল ভুইয়া,দানু ভুইয়া,সিদ্দিকুর রহমান ভুইয়া,, আরিফুর রহমান ভুইয়া,আমিনুল হক জীবন, বাবুল চৌধুরী, বাহার চৌধুরী, মইন উদ্দিন ভুইয়া।
টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন সোহাগ ভুইয়া, আলমাছ ভুইয়া,কামাল ভুইয়া,খাইরুল ভুইয়া,মাহবুবর রহমান ভুইয়া,আক্তার ভুইয়া, এহছানুল হক মোহন, ইব্রাহীম খান, আরিফুল্লাহ কেন্টু, সুমন চৌধুরী, টিপু ভুইয়া, রবিউল ভুইয়া, সালাউদ্দিন ভুইয়া, সজিব ভুইয়া, শাহাদাত হোসেন কালু, দুলাল ভুইয়া, ইমন ভুইয়া প্রমুখ।