কে এম বেলাল
প্রতিনিধি পাথরঘাটা (বরগুনা)
অল্প বৃষ্টি হলেই ডুবে যায় পাথরঘাটা ৭ ও ৮ নং ওয়ার্ড মধ্যবর্তী রাস্তা। গতকাল রবিবার রাতে একটানা বর্ষণে বাজারে যাতায়াতের মূল সড়কটি ও আশেপাশের বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যায়। এতে বাজার গামী ও স্থানীয় লোকজন পড়েন চরম ভোগান্তিতে। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি নিষ্কাশন হয় না।
সড়কটির প্রায় এক কিলোমিটার পানির নিচে তলিয়ে গেলে, দেখে মনে হয় যেন বর্ষায় নদী থইথই করছে পানি। পথচারীও বসতবাড়ি লোকজনদের চলাচলে বিঘ্ন ঘঠছে। এ অবস্থায় সড়কটি সংস্কারের পাশাপাশি পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে পানি নিষ্কাশনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
স্থানীয়রা জানান, কয়েক বছর ধরে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হলেও এ অবস্থা থেকে উত্তরণে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা কিংবা প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস মেলেনি। মাঝেমধ্যে এলাকার কাউন্সিলরা ড্রেন পরিস্কারের ব্যবস্থা করলেও ড্রেন গুলো প্রয়োজন অনুযায়ী চওড়া না থাকার কারণে বৃষ্টি হলেই রাস্তাঘাট সহ তলিয়ে যায় বসত বাড়ি । যতটুক ট্রেনের চওড়া রয়েছে তাতে বাসা বাড়ির বজ্র ফেলার কারণে আটকে যায় তাই বৃষ্টি হলেই পানি জমে টইটুম্বুর হয়ে যায় পুরো এলাকা। এতে সীমাহীন ভোগান্তিতে পড়েন পথচারী ও বসত বাড়িগুলো। অনেক সময় ময়লা পানিতে তাদের জামাকাপড়ও নষ্ট হয়।
গোপাল নামে এক যুবক জানান, প্রায় ১৫ বছর যাবত এই ভোগান্তি সম্মুখীন হচ্ছি আমরা। এখানকার পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, তিনি এগুলোর প্রতি কোন গুরুত্বই দিচ্ছে না। নির্বাচনের আগে বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে কোন খবরই থাকেনা।
অটোরিকশাচালক এক ব্যক্তি জানান, বৃষ্টিতে রাস্তা তলিয়ে যাওয়ায় গাড়ি চালাতে সমস্যা হয়। বাজারগামী মানুষ গাড়িতে যাতায়াত করতে চাইলে তাদেরকে নিয়ে যাওয়া সম্ভব হয় না। একবার যদি মোটরে পানি ঢুকে নষ্ট হয়ে যায়, তাহলে ৮ হাজার টাকা জরিমানা দিতে হয়। তারপর ঝুঁকি নিয়ে মাঝেমধ্যে আসতে হয়।