জেলা প্রতনিধি (দ্বীপক চন্দ্র সরকার) নেত্রকোণা: নেত্রকোলা জেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে স্মারকলিপি প্রদান ও মানব বন্ধন অনুষ্ঠিত হয় ।
নেত্রকোণা সদরের সাজিউড়া মফিলা ফয়েজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাফায়েত আহম্মেদের সঞ্চালনায় মাধ্যমিক ও মাদ্রাসাসহ সমমানের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রধান শিক্ষকসহ প্রায় তিন শতাধিক শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এই মানব বন্ধনে অংশগ্রহণ করে ।
মানব বন্ধন বক্তব্য রাখেন , নেত্রকোণা জেলা শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি ও ডেওডুকোন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম সজল, সাজিউড়া মফিলা ফয়েজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাফায়েত আহম্মেদ, দক্ষিণ বিশিউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুল ইসলাম, দেওয়ানবাগী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ আল মামুন, এম,এ, হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তফাজ্জল হোসেন খান , লতিফা আব্বাস মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ রেহেনা আক্তার খাতুন , শিমুলজানি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো, মিজানুর রহমান, সতরশ্রী ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক এরশাদ উদ্দিন, লক্ষীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সোহরাব হোসেন , শিক্ষক আতিকুর রহমান ফারাস , সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসান , সিনিয়র শিক্ষক জয়নাল আবেদীন , পাটলী মহিউল উলুম দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক কামরুজ্জামান ফকির , নেত্রকোনা আদর্শ
বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান ফকির সহ প্রমুখ।
বক্তব্যে শিক্ষক শিক্ষিকাবৃন্দ বলেন , দেশ ও জনগণের উন্নয়নের অদম্য অগ্রযাত্রায় শিক্ষা প্রসারে আমারা কাজ করে আসছি । তবু কেন বৈষম্যের শিকার হচ্ছি । বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ করণ করতে হবে ।
শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে । সকল প্রকার বৈষম্য থেকে মুক্তি চাই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা , শিক্ষা উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্মারকলিপিতে উল্লেখিত চারটি দাবি দ্রুত মেনে নিয়ে বাস্তবায়নের জোর দাবি জানায়। নেত্রকোণা সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আইনুল ইসলাম বলেন, উন্নত আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে সুষম মানবিক সমাজ গড়ে তুলতে সার্বজনীন শিক্ষার গভীর ও ব্যাপক আয়োজন। মাধ্যমিক শিক্ষা অর্জনের মাধ্যমে যথার্থ জনসম্পদ সৃষ্টি করতে শিক্ষকদের অবদান অনস্বীকার্য । তাই তাদের যথাযথ সম্মান দিয়ে বৈষম্য দূর করে আমাদের পথ হাঁটতে হবে তবেই দেশ ও জনগণের উন্নয়ন এগিয়ে থাকবে। নেত্রকোণা জেলা শিক্ষা পরিবারের পক্ষে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবরে পৌঁছানোর জন্য নেত্রকোণা জেলা প্রশাসক বনানী বিশ্বাস এর নিকট স্মারকলিপি প্রদান করেন এম এ হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তফাজ্জল হোসেন খান, লতিফা আব্বাছ মহিলা মাদ্রাসার অধ্যক্ষ রেহানা আক্তার খাতুন সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ