মোঃমন্জুরুল আহসান:
স্টাফ রিপোর্টার:-আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় রংপুরের কাউনিয়ার কৃতি সন্তান ব্যারিষ্টার আনোয়ার হোসেনকে বুধবার (২১ ডিসেম্বর) রাতে উপজেলার বরুয়াহাট চৌরাস্তা মোড়ে মাহবুব ক্যাডেট একাডেমি প্রাঙ্গণে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তাকে হৃদ্যতা জানিয়ে ফুলেল শুভেচ্ছা দেন নানা শ্রেণীপেশার মানুষ। এছাড়া তাকে সংবর্ধিত করতে মেসার্স হুমায়ুন কবির এন্টার প্রাইজ আয়োজিত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্যারিষ্টার আনোয়ার হোসেন। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুর্শা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ডা. মোহাম্মদ হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক জেলা পরিষদ সদস্য ও কুর্শা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কাশেম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- হা-ডু-ডু প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মনজুম, কাউনিয়া মহিলা কলেজের সহকারি অধ্যাপক মোস্তাক আহমেদ, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, সাবেক ইউপি সদস্য আহাম্মদ হোসেন, বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রহিমসহ অনেকে। নির্বাচনী প্রচারণায় এসে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে শুভেচ্ছা বক্তব্য দেন স্থানীয় সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বানিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শহীদবাগ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নানসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বক্তব্যে টিপু মুনশি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। মীরবাগ কলেজের শরীর চর্চা শিক্ষক রুহুল আমীনের সার্বিক তত্বাবধানে আয়োজনের উদ্বোধনী ম্যাচে মীরবাগ ও সিংহেরকুড়া দলের মনোমুগ্ধ হা-ডু-ডু খেলা হাজারো মানুষ উপভোগ করেন।