আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ (সিলেট)প্রতিনিধি।
ভরণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় জকিগঞ্জ থেকে তৃতীয় শ্রেণী ছাত্র মেধাবী শিক্ষার্থী রিয়াদ আহমদ রেজা হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের অধীনে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।সে স্কুলের বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে এবং বৃত্তিও প্রথম গ্রেডে অর্জন করে।
সে ৪নং খলাছড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খিলসদরপুর গ্রামের হাবিলদার মোস্তাক আহমদ ও শামসুন্নাহার দম্পতির ছেলে।
তার এই কৃতিত্বে ভরণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় জকিগঞ্জের সকল শিক্ষক ও ছাত্ররা গর্বিত।অসাধারণ মেধাবী ছাত্র রিয়াদ আহমদ রেজার স্বপ্ন হাফিজে কোরআন হওয়া।সে তার স্বপ্ন বাস্তবায়নের জন্য সবার কাছে দোয়াপ্রার্থী।
তার পিতা মোস্তাক আহমদ ও মাতা শামসুন্নাহার দ্বয় বলেন,আমাদের ছেলে ছোট কাল থেকেই অসাধারণ মেধার অধিকারী। আমাদের স্বপ্ন হলো তাকে হাফিজে কোরআন বানানো।জকিগঞ্জ তথা দেশবাসী সকলের নিকট দোয়ার আবেদন, আপনারা আমাদের ছেলের জন্য দোয়া করবেন আমাদের ছেলেকে যেন আল্লাহ হাফিজে কোরআন হিসাবে কবুল করেন।