মোঃ সুমন মোল্লা ভাংগা প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় আইনশৃঙ্খলা সমুন্নত এবং বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি এর স্লোগান নিয়ে ,বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, মাদক, সন্ত্রাস সহ বিভিন্ন বিষয় নিয়ে ভাঙ্গা থানা পুলিশের উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার ১৬ জানুয়ারি বিকেল ৩ টার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবনাতলা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, চুমুরদী ইউনিয়নের চেয়ারম্যান, সোহাগ মিয়া ও মেম্বার স্থানীয়দের নিয়ে এ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত করে।
এতে বক্তারা যৌতুক, ইভটিজিং, মাদক, সন্ত্রাস সহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ মামুনুর রশীদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান, মেম্বার, ও বাবনাতলা বাজার কমিটির সভাপতি মতিয়ার মিয়া,ও স্থানীয় সকল পর্যায়ের লোকজন। সভায় মিটিং আহ্বান সহ যাবতীয় কার্যকলাপের উপর সার্বিক তত্তাবধান করেন ইউনিয়নের বিট পুলিশ অফিসার এসআই মোঃ নাহিদ মিয়া।
এই বিষয়ে মামুনুর রশিদ বলেন আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না কোন। অপরাধীকে ছাড় দেয়া হবে না।