মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় জহুরল ইসলাম (৫০) নামক এক গরিব অসহায় পরিবারের বসতঘর,ও গোয়াল ঘর রান্নাঘর সহ পুড়ে ছাই হয়ে গেছে।
অগ্নিকাণ্ডে জহুরল ইসলামে ঘরে ভিতরে থাকা হাস মুরগী ঘরের আসবাবপত্র,স্বর্ণের অলংকারসহ ঘরে ভিতরে থাকা টাকার মালামাল সব কিছু পুড়ে গেছে।
অগ্নিকাণ্ড সূত্রপাত জানা যায়,এর রান্না ঘর থেকে মাটির চুলা
থেকে এক সময় অজান্তে এক পর্যায়ে আগুন লেগে যায়।
গত মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে ভাংগা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মালিকগ্রাম সাউথি কান্দার রেল রাস্তার নামক স্থানে
গ্রামের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জহুরল ইসলাম জানান, আগুনের খবর শুনে সবাই দৌড়ে বাড়ি আসি। সবাই মিলে আগুন নিভানোর চেষ্টা করি। কিন্তু কিছুই রক্ষা করতে পারিনি। আমার ঘরে নগদ ৬০ হাজার টাকা, ৩ ভরি পরিমাণ স্বর্ণ, কিছু ফসল সহ মূল্যবান সামগ্রী ঘরে থাকা সব গুলো পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমি পুরোপুরি নিঃস্ব। আমার ছেলে মেয়ে নিয়ে খোলা আকাশের নিচে পরিবারটি নিয়ে বসবাস করছি। আমার এখন কি হবে।
কামাল হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি।জহুরল ইসলাম একজন দরিদ্র কৃষক আগুনে তার বসতঘর, গোয়ালঘর ও রান্নাঘর সহ পুড়ে ছাই হয়ে গেছে।
তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক।
আগুনের সংবাদ পেয়ে ভাংগা ফায়ার স্টেশনের সদস্যগণ কর্তৃক আগুন নির্বাপণ কাজ সম্পন্ন করে।