মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলা রায়পাড়া সদরদী পৌর ৭ নং ওয়ার্ডে গ্রামের ৪ নভেম্বর সোমবার বিকালে মদন রায় (৭০) নামক এক বৃদ্ধ ঝুলন্ত অবস্থায় দেখে স্হানীয় গ্রামবাসী ভাঙ্গা থানা পুলিশকে খবর দেয়। স্থানীয় সূত্রে জানা যায়,মদন রায়( ৩ নভেম্বর) সকালে এর মেয়ে বাড়িতে বেড়াতে যায়। তিনি বিকালে মদন রায় মেয়ে বাড়ি থেকে সেই দিন বিকালে বাড়িতে ফিরে আসে।
এর পর রাতে সবাই মিলে এক সাথে ঘরে খাওয়া দাওয়া পর নিজ কক্ষে দরজা বন্ধ করে দরজার আড়ার সঙ্গে লাইলন সাদা রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।ভাঙ্গা থানার পুলিশ সংবাদ পেলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানার নিয়ে আসে।। ভাঙ্গা উপজেলা পৌরসভা এলাকার ৭ নং ওয়ার্ডে রায়পাড়া সদরদী মৃত্য কেতন রায় পুত্র মদন রায় (৭০)নামক এর পারিবারিক বিষয় নিযে কথা কাটাকাটি হয়।এই অভিমান করে তিনি আত্মহত্যা করছে বলে এলাকাবাসী ধারণা করে। ভাঙ্গা থানার উপ পরিদর্শক গোলাম হোসেন খাঁন জানায়, ভাংগা উপজেলা পৌর রায়পাড়া সদরদী গ্রাম থেকে মদন রায় নামক গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে। মৃতদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে।ময়নাতদন্তে রিপোর্টে সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।