রাসেল আহমেদ সাগর ।
তুমি হয়তো ভাবছো আমি তোমাকে ভুলে গেছি
ভুলে গেছি তোমার রেখে যাওয়া সব সৃতি,
ভুলিনি বন্ধু আমি কিছুই ভুলিনি শুধু একটু বদলে গেছি
আর রোজ সকাল বিকাল রাতে দুঃখের মালা গাঁতি।
আমি জানি আমাকে ভুলে থাকার বান
মিথ্যা ভালো থাকার অভিনয় মুখে অট্টহাসি,
একাকী নীরবে চোখের জল ফেলা
বুকের ভীতর হৃদপিণ্ড বলে আমি তোমাকে ভালোবাসি ।
আমার যন্ত্রণা আমি বুঝি তুমি কি বুঝো
জানি বুঝতে চাওনা তোমার আকাশ মেঘ বিহীন,
আর আমার কালো মেঘে ঢাকা
অশ্রুসিক্ত আঁখি কোনে জল জ্বরে প্রতিদিন ।
দিনের পর দিন অপেক্ষার প্রহর গোনা
কখন দেখবো তোমার হাসি মাখা চাঁদ বদন,
মিষ্টি সুরেলা কণ্ঠে বুকে জড়িয়ে বলবে কথা
চুপিচুপি বলবে তুমি আমার শুধু আমার আপন।
ভুলে থাকা সহজ নয় ভুলে থাকা যায়না
যতই দূরে রাখো হৃদয় সুতায় পড়বে টান,
হয়তো মধুর প্রেমে মিথ্যা অপবাদ
চলবে অবিরত দুজনার মান অভিমান।
একদিন অভিমান ভাঙবে ছুটে আসবে মায়ার টানে
আমি থাকবো বাঁশির সুর কিংবা কারো গানে,
অশ্রুসিক্ত জলে ভাসবে বুক ধিক্কার দিবে লোক
কলঙ্কিনী হবে তুমি সবাই তাকাবে তোমার পানে ।