মোহাম্মদ সেলিম চট্টগ্রাম: চট্টগ্রাম হাটহাজারী এলাকায় মধ্যম বুড়ীরচর রফিক চেয়ারম্যান এর বাড়িতে ভূমি দস্যুদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই বিষয়ে রফিক আহমেদের বড় ভাই সেলিম সাহেবের সাথে কথা বলে জানা যায় দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে চাঁদা দাবি করে এবং বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছে কিছু আওয়ামীলীগ নেতারা। তারা আমাদেরকে বলে এই এলাকা আওয়ামী লীগের নেতৃত্বে চলবে এখানে বসবাস করলে আমাদেরকে ম্যানেজ করে থাকতে হবে তা না হলে এখানে থাকতে পারবে না।কিন্তু এতে সাড়া না দিলে গত ১৬/০১/২০২৫ ইং সন্ধ্যায় আমাদের উপর হামলা চালায়। হাটহাজারী ১৫ নাম্বার ইউপি চেয়ারম্যান সাবেক জনাব রফিক চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলার ঘটনা ঘটে উক্ত বিষয়ে পাশের বিল্ডিংয়ে এক মহিলার বক্তব্যে জানা যায় ২০ থেকে ৩০ জনের, মাক্স পড়া লোক এসে হঠাৎ করে সবাইকে মার মার ধর ধর করে উচ্চস্বরে যখন আওয়াজ হয় তখন আমরা বাহির হয়ে হইয়ে দেখি লোকগুলি রাস্তার পাশে দেওয়াল গুলি ভাঙতে থাকে । এবং তাদের হাতে কিছু হাতুড়ি এবং লাঠিচুটা দেখা যায়। এবং কর্মরত রাজমিস্ত্রিদেরকে মারধর করেন এবং ছুরি দিয়ে করাঘাত করছে দেখে আমরা ভয়ে ঘরের ভিতরে চলে যাই। এবং দরজা বন্ধ করে দিই।
ঘটনা সূত্রে জানা যায় যে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছ থেকে জানতে চাইলে তাহারা বলেন ২০১৬ সাল থেকে বাড়ির জায়গা খারিদ করেন। এই জায়গা চতুর্থ পাশে দেওয়াল দিতে চাইলে পার্শ্ববর্তী এলাকার মানুষ বাধা প্রদান করেন। সাবেক রফিক চেয়ারম্যানের বাড়ির জানালা ,দামি কার গাড়ি আরো অনেক দামি জিনিসপত্র নষ্ট করেছে বলে জানিয়েছেন পার্শ্ববর্তী লোকেরা। এবং আরো জানা গেছে কাজ চলাকালীন এক এক কর্মীকে ছুরি মেরে আঘাত করেছে বলে জানিয়েছেন লোকেরা। এবং তাদের বাড়ির লোকজন উক্ত বিষিয়ে থানায় অভিযোগ করেছেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে মদুনা ঘাট হাটহাজারী ফাঁড়ির ইনচার্জ এর কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন। জমি সংক্রান্ত বিষয়ে এই ঘটনা ঘটে, ওখানে একজন রাজমিস্ত্রিকে ছুরি দিয়ে কাঘাত করা হয়েছে। এবং কিছু দেওয়ালের ভাঙচুরের আলামত দেখতে পাই । ফাঁড়ির ইনচাজ আরো বলেন অপরাধী যেই হোক না কেন তদন্ত সাপেক্ষে অবশ্যই আইনের আওতায় আনা হবে।