ভোলা প্রতিবেদক: গরীব-দুঃখী ও শীতার্ত মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাঁড়িয়েছেন আদর্শ যুব সমাজ কল্যাণ সংস্থা গত ২০ ডিসেম্বর (শুক্রবার) ১১ নং ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের আদর্শ পাড়া, নববী মসজিদ বাংলা রোড পশ্চিম চরকালী মসজিদের মাঠ প্রাঙ্গণে প্রায় ২’শত দুস্থ-শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণের কালে উপস্থিত ছিলেন, ভেদুরিয়া ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক ডা. জাহাঙ্গীর’সহ বিশেষ অতিথি বৃন্দগণ তারা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, শীতকালের মানবসেবাই হল শীতার্তদের পাশে দাঁড়ানো, নিঃস্বার্থ ভাবে সেবা করাটাই হল মানবতার সেবা। এমন মহৎ ও পূণ্যময় কাজেই রয়েছে পূর্ণ ইবাদত। যা আমাদের একটু সুদৃষ্টিতেই অনেকগুলো মানুষের বেঁচে থাকার কারণ হতে পারে। আমরা যে যার অবস্থায় থাকি না কেনো নিজেদের সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব তটুকুই যথেষ্ট একজন মানুষকে সাহায্য করার জন্য।
আদর্শ যুব সমাজ কল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠা ও সভাপতি মোঃ জুয়েল রানা তিনি ভার্চুয়ালি বাসনে বলেন, “অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই। এবং ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এবং সংস্থার সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আমরা অসহায়-দুস্থ মানুষের পাশে থাকার জন্য ভোলার আদর্শ পাড়া পশ্চিম চরকালীর ২’শত পরিবারকে কম্বল বিতরণ করা সম্পন্ন করেছি।শীতবস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, এটা তাদের পাশে দাঁড়ানো নৈতিক আমাদের দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সব সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত বলে তিনিও তার সংগঠনটি মনে করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আদর্শ যুব সমাজ কল্যাণ সংস্থা’র সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামের, সিনিয়র সহ-সভাপতি মোঃ সোলায়মান, সহ-সভাপতি মোঃ ইব্রাহিম নান্নু মীর, সহ-সাধারন সম্পাদক মোঃ জুয়েল মোরশেদ, অর্থ সম্পাদক মোঃ পিয়াল হাছান, সহ-অর্থ সম্পাদক মোঃ নাজিম, সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাবুদ্দিন বাবু, প্রচার বিষয়ক সম্পাদক মোঃ আমজাদ হোসেন সুজন, সহ-প্রচার বিষয়ক সংম্পাদক মোঃ আব্দুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ জাহিদুল কবির মেনন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ রিয়াজ, ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ নূর নবী, ক্রীয়া বিষয়ক সম্পাদক মোঃ রাকিব মীরসহ অত্র এলকার সুশীল সমাজের ব্যক্তিবর্গ প্রমূখ।