বিকাল বার্তা ডেস্ক>> সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ৪০টি ভারতীয় গরুসহ চার জনকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)।
গোপন তথ্যের ভিত্তিত্বে সোমবার (২৭ জানুয়ারি) রাত ১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার কায়েতকান্দা গুদারা ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে গরুসহ তাদের আটক করা হয়।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) জানায়, জেলা এনএসআই সুনামগঞ্জ কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়ের নেতৃত্বে অভিযান পরিচালনা করে কায়েতকান্দা গুদারা ঘাট সংলগ্ন এলাকা থেকে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে সীমান্তের চোরাই পথে আনা ৪০টি ভারতীয় গরু জব্দ করা হয়।
এসময় এর সাথে জড়িত চারজনকে আটক করা হয়। আটককৃত গরুগুলো মধ্যনগর থানায় হস্তান্তর করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেছে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সজিব মিয়া এর সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, উপজেলা সীমান্ত দিয়ে এলাকার চিহ্নিত চোরাকারবারি ও তাদের গড ফাদাররা দীর্ঘদিন ধরে ভারত থেকে চোরাই পথে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে বাংলাদেশ নিয়ে আসে। পরে বংশিকুন্ডাসহ আশ পাশের গরুর হাট থেকে কাগজ তৈরি করে বৈধ বানিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেয়।