মো: হানিফ খন্দকার নরসিংদী:
গত:১১ই সেপ্টেম্বর ২০২৪ ইং রোজ বুধবার সকাল আনুমানিক ১১ ঘটিকায় নরসিংদীর মনোহরদী উপজেলা যুবদলের প্রতিবাদ মিছিলে আওয়ামী সমর্থক ও বকুল গ্রুপে সন্ত্রাসী বাহিনী সালাউদ্দিনের নেতৃত্বে হামলা করে নরসিংদী জেলা যুবদলের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ১। মোঃ মোবারক হোসেন নাদিম সরকারকে দা, লাঠিসোটা দেশীয় অস্ত্র নিয়ে বকুল সন্ত্রাসী বাহিনি অতর্কিত হামলা চালায়।
সরজমিন জানা যায় গতকাল ১০ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার মনোহরদী উপজেলা যুবদলের আহবায়ক সদস্য শেখ শাজাহান মিয়ার উপর অতর্কিত হামলা চালায়। মনোহরদী উপজেলা দেনায়েত মার্কেটে সামনে এই নির্মম ঘটনা ঘটেছে।উক্ত ঘটনায় থানায় অভিযোগ করার পরও কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাই এই নগ্ন হামলা প্রতিবাদে গত: ১১ সেপ্টেম্বর রোজ বুধবার সকাল আনুমানিক ১১টার মনোহরদী বাসস্ট্যান্ডে নরসিংদী জেলা যুবদলের বিপ্লবী সাংস্কৃতিক বিষয়ক সহ সম্পাদক ও মনোহরদী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ মোবারক হোসেন নাদিম এর নেতৃত্ব মনোহরদী উপজেলা বিএনপির সিনিয়র নেতা আব্দুল গণি ফরাজি প্রতিবাদ মিছিলটি নিয়ে যখন মনোহরদী গরু বাজার সামনে থেকে শুরু হলে আওয়ামী ও বকুল সমার্থক ওত পেতে থাকা সন্ত্রাসী বাহিনী সালাউদ্দিনের নেতৃত্বে দেশী অস্ত্র দা, ছুরি , চায়না কুড়াল রড নিয়ে নির্মম ভাবে হামলা চালায় হামলায় এতে ১। মো: মোবারক হোসেন নাদিম (৪০) নরসিংদী জেলা যুবদলের সাংস্কৃতিক বিষয় সম্পাদক,
২।মোঃ মাহফুজ মেম্বার(৩৫) শুকন্দী ইউপি সদস্য
৩। মোঃ সাদ্দাম হোসেন,(২২) যুগ্ন সম্পাদক স্বেচ্ছাসেবক দল মনোয়ারদী উপজেলা, নরসিংদী
৪। মো: তন্নয়(১৮) বিএনপির কর্মী ও
৫। সাব্বির মিয়া (২৮)
৬। জুয়েল মিয়া (৩২)
৭। মো: সচিব (১৮)
৮।সাইফুল ইসলাম (৬০) সভাপতি,
সাবেক শ্রমিক দল মনোহরদী উপজেলা নরসিংদী সহ হামলায় অনেক নেতাকর্মী আহত হয়েছেন। এবং ৬ টি মোটরসাইকেল ১ টি পিকআপ ও ১ টি ঝাল মুড়ি ভ্যানে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতিকারীরা তার পর বিএনপি নেতা আব্দুল গণি ফরাজি বাাড়িতে আগুন ধরিয়ে দেওয়া চেষ্টা খবর পেয়ে মনোহরদী ফায়ার সার্ভিসের ইউনিট ১ঘন্টায় আগুন নিভাইতে সক্ষম হয়। উক্ত ঘটনায় ওকুল গ্রুপের লোকজনের সাথে ফেনে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের কোন সদ উত্তর পাওয়া যায়নি। পুলিশ প্রশাসন ও আর্মি ঘটনা স্থল পরিদর্শন করেছেন এবং বিএন পি নেতা আব্দুল গনি ফরাজী জানান শীঘ্রই এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়া হবে। ভুক্তভোগী পরিবার শীঘ্রই দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন প্রশাসনিক নিকট।