1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
মহেশপুরে তিনদিন যাবৎ অবরুদ্ধ অসহায় আবুসিদ্দিকের  পরিবার - Bikal barta
৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| শীতকাল| শুক্রবার| রাত ১১:৫৮|

মহেশপুরে তিনদিন যাবৎ অবরুদ্ধ অসহায় আবুসিদ্দিকের  পরিবার

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, মে ২১, ২০২৪,
  • 168 জন দেখেছেন

 

মোঃ জসীম হোসেন ক্রাইম রিপোর্টার ঝিনাইদহ।

বাড়ীর সামনে সরকারি খাস জমির উপরদিয়ে রাস্তা থাকা সত্তেও এভাবেই অন্যের বাড়ীর  পরিত্যাক্ত চিপাগলি দিয়ে বহুকষ্টে বাড়ীতে প্রবেশ করেন আবুসিদ্দিক ও তার স্ত্রী সন্তানেরা।বাড়ীথেকে বেরুতে গেলেও অতিক্রম করতে হয় বহু বাধাবিপত্তি।

সরেজমিনে জানাগেছে- ঝিনাইদহ মহেশপুর উপজেলার ৬নং নেপা ইউপির ৮নং ওয়ার্ড কুল্লাহ গ্রামের উত্তর পাড়ার মুনছুর আলীর ছেলে আবুসিদ্দিক দির্ঘদিন যাবত নিজ ক্রয়কৃত জমিতে বসতবাড়ী নির্মান করে বসবাস করছে।

তার বাড়ীর পশ্চিমপার্শে নেপা ইউপির কুল্লাহ মৌজার ১নং খতিয়ানের ৩৩৩ নং দাগে ৪৪ শতক সরকারি খাস জমি রয়েছে।তারমধ্যে আবুসিদ্দিকের পশ্চিমপার্শের প্রতিবেশী গুলমাজন মিয়ার নামে ১৭ শতক ও অপর প্রতিবেশী মতিয়ার মিয়ার নামে ১০ শতক জমি সরকার থেকে বন্দবস্ত দেওয়াহয়।

বাকি খাস জমিটুকু সকলের চলাচলের জন্য দির্ঘ ৩০ বছর ধরে পূর্বপশ্চিমে এবং পূর্বদিকের শেষ সীমানা থেকে উত্তরদিকে এল আকৃতি তে আবুসিদ্দিকের বাড়ীর সামনের  সীমানা পর্যন্ত রাস্তা হিসাবে ব্যাবহার করে আসছিলো আবুসিদ্দিক ও তার প্রতিবেশীরা।অথচ গত ১৭ ই মে ২০২৪ ইং(শুক্রবার) তারিখে

আবুসিদ্দিকের পশ্চিমপার্শের প্রতিবেশী গুলমাজন মিয়ার ছেলে জহুরুল হক সে তার বাড়ীর পূর্বপার্শের সরকারি খাস জমি দখলের উদ্দেশ্য আবুসিদ্দিকের বাড়ীর সামনে দিয়ে বাঁশ ও বাঁশের কুঞ্চিদ্বারা ঘিরে দেয়,যারফলে সামনে সরকারি খাস জমিতে রাস্তা থাকা সত্তেও গত তিনদিন যাবত ঘর থেকে বেরহতে পারছেনা অসহায় আবুসিদ্দিক ও তার স্ত্রী সন্তানেরা।একরকম বন্দী মানবেতর জীবন যাপন করছে অসহায় পরিবার টি।

বিষটি জানতেপেরে রবিবার বিকালে স্থানীয় ইউপি সদস্য’সহ নেপা ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা(নায়েব)মোজাম্মেল হক সরেজমিন তদন্ত করেন।তিনি বলেন-৪৪ শতক খাস জমির মধ্যে ২৭শতক জমি সরকার বন্দবস্ত দিয়েছে দুইটি পরিবার কে তবে বাকি জমি রাস্তা হিসাবে দির্ঘদিন আবুসিদ্দিক সহ এলাকাবাসী ব্যাবহার করেআসছিলো,অথচ জহুরুল হক গত কয়েকদিন যাবত জোরপূর্বক দখলের উদ্দেশ্যে রাস্তার কিছু অংশ ঘিরে রেখেছে।আমরা তদন্ত করছি।শীঘ্রই আইনী প্রক্রিয়ায় রাস্তাটি উন্মুক্ত করে আবুসিদ্দক ও তার পরিবারের অন্যান্ন সদস্যদের যাতায়তের ব্যাবস্থা করা হবে।

 

এইবিষয়ে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন-সরকারি রাস্তা বন্ধ করার এখতিয়ার কারো নেই।জহুরুল অন্যায় ভাবে পথে বেড়া দিয়ে অসহায় একটি পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে।

মহেশপুর উপজেলা ভূমি অফিসের প্রধান কর্মকর্তা’/এসিল্যান্ড মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছে অবরুদ্ধ ভূক্তভুগী আবুসিদ্দক ও তার পরিবারের সকলে।

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!