এ কে আযাদ, স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা আ ন ম শামসুল ইসলামের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে সাতকানিয়া রিপোর্টার্স ইউনিটি-এসআরইউ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় সাতকানিয়া উপজেলার কেরানীহাট অলকেয়ার ভবনে সাতকানিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাতকানিয়া রিপোর্টার্স ইউনিটি’র আহবায়ক মোঃ আরিফুর রহমান আফজালীর সভাপতিত্বে ও সদস্য সচিব আল হিশাম হোসাইন মোহাম্মদ জাবেদ এর সঞ্চালনায় মাওলানা আ ন ম শামসুল ইসলামের মানবিক গুনাবলি নিয়ে আলোচনা করেন, আবুল কাসেম আযাদ, নুরুল ইসলাম, মোঃ হেলাল উদ্দিন, মোহাম্মদ আবদুর রশিদ, মফিজুর রহমান, মোঃ ফরিদ উদ্দিন, মোঃ আবু ছিদ্দিক, সেলিম রেজা প্রমূখ।
পরে মহান রাব্বুল আলামিনের দরবারে মাওলানা আ ন ম শামসুল ইসলামের আরোগ্য ও দেশের সামগ্রিক কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।