আরিফুল ইসলাম কুষ্টিয়া,প্রতিনিধি:
কুষ্টিয়া কুমারখালীতে বহুল আলোচিত মাছ ব্যবসায়ী আমিরুল ইসলাম নান্নুর হত্যা মামলার অন্যতম তিন আসামিকে আটক করেছেন র্যাব। বুধবার রাতে ঢাকার খিলগাঁও এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক হয়েছেন যদুবয়রা ইউনিয়ন এর উত্তর চাঁদপুর গ্রামের হেলালের ছেলে বাবু, আতাহার আলীর ছেলে সবুজ ও সুমন।
জানা যায় ১৩ মার্চ রাতে মাছ ব্যবসায়ী নান্নুকে দেশীয় অস্ত্র দ্বারা কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের বড় ভাই জহুরুল ইসলাম ১৬ জনকে আসামি করে কুমারখালী থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর থেকেই আসামিরা আত্নগোপনে চলে যান। বুধবার রাতে কুষ্টিয়া র্যাব-১২ ও র্যাব- ৩ এর একটি যৌথ আভিযানিক দল র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় ঢাকার খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে বাবু, সবুজ ও সুমন নামের হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেন। আটক সবুজ ও সুমন এ নামের দুই আসামির বিরুদ্ধে হত্যা মামলা ছাড়াও হত্যার চেষ্টা মামলা সহ আরো দুইটি করে মামলা রয়েছে।
পরবর্তীতে আসামিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়েছে।