মোঃ শেখ মামুন ঝিনাইদহ : আপনার অপ্রয়োজনীয় বস্ত্র হতে পারে আরেকজনের লজ্জা নিবরনের অস্ত্র -দিতে গর্ববোধ করবো না নিতে লজ্জাবোধ করব না মানুষ মানুষের জন্য। এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহ সদর উপজেলা ৪ নং হলিধানী ইউনিয়ন এর অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নপূরণ ব্লাড ডোনার ক্লাব এর উদ্যোগে হলিধানী বাজারে যাত্রী ছাউনিতে ও ৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়ালে মানবতার দল স্থাপন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন স্বপ্ন পূরণ ব্লাড ডোনার ক্লাবের সভাপতি শেখ মামুন, আসা মানবকল্যাণ সংঘ সভাপতি শেখ সাব্বির আহমেদ হান্নান, স্বপ্ন পূরণ ব্লাড ডোনার ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ শেখ ফারুক, ও আরো উপস্থিত ছিলেন বকতিয়ার রহমান, সুমন সজল। এ সময় উপদেষ্টা মন্ডলী শেখ সাব্বির আহমেদ হান্নান স্থানীয় সকল জনসাধারণকে তাদের অপ্রয়োজনীয় পোষাক মানবতার দেওয়ালে দান করার জন্য অনুরোধ করেন। যাতে এলাকার অসহায় দরিদ্র মানুষগুলো তাদের প্রয়োজনে মানবতার দেওয়াল থেকে পোশাক নিয়ে তাদের ন্যুনতম প্রয়োজন মেটাতে সমর্থ হয়।