মুখোশের আড়ালে মুখ
——————————-
আমিন
স্টাফ রিপোর্টার কক্সবাজার
★★★★★★★★★★
তখন যেমন ছিলাম আমি
এখনো তেমনি আছি,
মিছে ছিল তোমার প্রেম
আমি আজ বুঝে গেছি।
মাঝে কিছু দিন হতাশায় গেছে –
হারিয়েছি ভেবে ভেবে,
নদীর জল বয়ে চলে রোজ
পিছনে ফিরে কি কভু আসে?
আমার জীবনে প্রেম বয়ে নিয়ে
ধরেছিলে হাতখানি,
পোশাক পাল্টানোর মত
প্রেমিক পাল্টাও তাও জেনে গেছি আমি!
মুখোশের আড়ালে মুখ
দেখে নিলাম আমি,
আমার আমি কে চিনে গেছি বলে
নিজেরে ভাবছি অনেক দামি।।