ওয়াসিম শেখ,স্টাপ রিপোটারঃ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের ৩য় বর্ষের ছাত্র আরাফাত আমিন তমাল (২২)কে গুলি করার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ডাঃ রায়হান শরীফ(৩২)কে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক মোঃ বেলাল হোসেন। সোমবার (১১ মার্চ ২০২৪ইং) বেলা ১২ টার দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ বেলাল হোসেনের আদালতে অস্ত্র আইনে দায়ের করা মামলায় পুলিশের সাতদিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে ডাঃ রায়হানের ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। গত সোমবার (৪ঠা মার্চ ২০২৪ইং) আইটেম পরীক্ষা চলাকালিন অনুমানিক ১.০০ টার সময় অভিযুক্ত শিক্ষক ডাঃ রায়হান শরীফ হঠাৎ উত্তেজিত হয়ে ছাত্র-ছাত্রীদের অহেতুক বকাবকি করেন। বকাবকির এক পর্যায়ে তার ব্যাগ থেকে একটি পিস্তল বের করে আরাফাত আমিন তমালকে লক্ষ্য করে গুলি করলে উক্ত গুলিটি আরাফাত আমিন তমালের ডান পায়ের উরুর উপরের অংশে লেগে গুরুতর রক্তাক্ত জখম হয়। অভিযুক্তের বিরুদ্ধে আরাফাত আমিন তমালের পিতা মোঃ আব্দুল্লাহ আল আমিন বাদী হয়ে ০১টি এবং মোঃ ওয়াদুদ আলী, এসআই (নিঃ), পিপিএম, জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ বাদী হয়ে অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেন। গত বুধবার (৬ মার্চ) সকালে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ বেলাল হোসেনের আদালতে অস্ত্র আইনে দায়ের করা মামলায় ডাঃ রায়হানের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক ইব্রাহিম হোসেন। পরবর্তীতে আজ সোমবার তার রিমান্ড শুনানির দিন ধার্য্য করা হয়। ওই শিক্ষকের সঙ্গে আর কেউ জড়িত আছে কী না, তার অস্ত্রের উৎপত্তি কোথায়? তিনি কোথায় ও কার কাছ থেকে অস্ত্র কিনলেন এসবসহ সার্বিক বিষয়ে জানতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে আজ শুনানি শেষে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এখন আইনি প্রক্রিয়া সম্পন্ন করে জেল হাজত থেকে বিকেলেই তাকে রিমান্ডে আনা হবে।