স্টাফ রিপোর্টার : নেত্রকোণা বারহাট্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন তিনবারের ইউপি চেয়ারম্যান ও বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন। তিনি বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল কবীর খোকন এর সাথে প্রতিদ্বন্দ্বীতা করে ১১ হাজার ১৭১ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। বারহাট্টা উপজেলায় ভোট ভোটার সংখ্যা ১লক্ষ ৫৭ হাজার ৫শত ২৭ জন। কাজী সাখাওয়াত হোসেন ঘোড়া প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪২ হাজার ১০০শত। খায়রুল কবীর খোকন মোটরসাইকেল প্রতীকে পেয়েছে ৩০হাজার ৯৩১ টি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারজানা আক্তার ববি ২১ মে মঙ্গলবার রাতে উপজেলা কন্ট্রোল রুম থেকে এই ফল ঘোষণা করেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৩৯ হাজার ৪শত ৩২ ভোট মাইক প্রতীকের শাহীনুর রহমান শাহীন ও ২৪ হাজার ২ ভোট পেয়ে ফুটবল প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান রুবি আক্তার মিষ্টি বিজয়ী হয়।