জুবায়ের আহমেদ : মৌলভীবাজার সদর প্রতিনিধি:-
মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়ন এর লামুয়া আশ্রয়ন প্রকল্পের আজিজুর রহমান (৭) বছরের এক কিশোর এর পানিতে ডুবে মৃত্যু হয়েছে ।
জানা যায়, শাখা বরাক নদীতে
৯:১০মিনিটে পড়ে নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়,
পরবর্তীতে সিলেট থেকে ডুবুরী এনে দুপুর ১২:৩০ মিনিট এ শাখা বরাক নদী থেকে মৃত উদ্ধার করা হয়।
১নং খলিলপুর ইউনিয়ন এর চেয়ারম্যান এর সাথে কথা হলে তিনি দৈনিক বিকাল বার্তাকে জানান,
তাদের বাসা হচ্ছে লামুয়া বাজার আশ্রয়ন প্রকল্পে।
সেখান থেকে শাখা বারাক নদীর সাঁকু পার হওয়ার সময় তারা দুই ভাই এর মধ্যে এক ভাই আজিজ রহমান পানিতে পড়ে যায় অপর ভাই চিল্লাচিল্লি করলেও কেউ তাকে বাঁচাতে আসেনি।
পরবর্তীতে সিলেট থেকে ডুবুরী এনে সকাল ৯টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত চেষ্টা চালিয়ে তাকে মৃত উদ্ধার করা হয়।