এ কে আযাদ, স্টাফ রিপোর্টার:
ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডা.খোরশেদ আনোয়ার বলেন, রমজান মাসে ডায়বেটিসের বেশিরভাগ রোগী রোজা রাখতে পারবেন। গবেষণায় প্রমাণিত রোজা স্বাস্থ্যের জন্য উপকারী। রোজার সময় রাতের বেলায় পরিমাণমত ও সময়মত সুষম খাদ্য গ্রহণ করতে হবে। রোজার সময় দিনের বেলায় অতিরিক্ত ব্যায়াম করা উচিত নয়। এতে রক্তে সুগারের পরিমাণ কমে যেতে পারে। রোজা রাখা অবস্থায় রক্তে সুগারের পরিমাণ কমে গেলে রোজা ভেঙ্গে খেয়ে নিতে পারবেন। রোজা অবস্থায় সুগার মাপা এবং প্রয়োজনে ইনসুলিন নেওয়া যায়। ইসলামি চিন্তাবিদের মতে, এতে রোজার কোন ক্ষতি হয় না।
তিনি আরও বলেন, রমজান মাসের ৪-১২ সপ্তাহে আগে থেকেই রোজা রাখার অভ্যাস করতে হবে।
চট্টগ্রামের সাতকানিয়ায় রমজান মাসে ডায়াবেটিস রোগীর করণীয় শীর্ষক সায়েন্টিফিক সেমিনারে তিনি এসব কথা বলেন।
সোমবার (২৭ জানুয়ারী) বিকালে উপজেলার কেরানীহাট সংলগ্ন সাতকানিয়া রিসোর্টে কেরানীহাট আশশেফা হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর মুক্তিযোদ্ধা ডা. নুরুল হকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন আশশেফা হাসপাতালের সার্জারী বিভাগের প্রধান ডা. ইয়াকুব হোসেন।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার ও কেরানীহাট আশশেফা হাসপাতালের ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডা.খোরশেদ আনোয়ার, চট্টগ্রাম মা-শিশু জেনারেল হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মইজ্জুল আকবর চৌধুরী প্রমুখ।