উপজেলা প্রতিনিধি(পঞ্চগড়)
আল্লাহর নৈকট্য লাভ,ব্যক্তিগত ইবাদত ও মান উন্নয়ন ইত্যাদি লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে রাত জেগে লাইলাতুল ক্বদর পালন করে পঞ্চগড় জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়ন জামায়াতে ইসলাম।
আজ (৭ এপ্রিল) শনিবার বাদ এশা হতে উক্ত অনুষ্ঠান শুরু হয়।অনুষ্ঠানের শুরুতেই দারসুল কুরআন পেশ করেন ময়দানদিঘী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা জাহিদুর রহমান।এরপর সকল রোকন ও কর্মীদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রাথমিক পুঁজি বই আলোচনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়দানদিঘী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাহিদুর রহমান,সেক্রেটার মোঃ বদিউজ্জামান,টিম সদস্য মোঃ ফজলুল করিম,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সেক্রেটার মোঃ আরিফ হোসেন সহ অসংখ্য রোকন ও কর্মীবৃন্দ।
ময়দানদিঘী ইউনিয়ন আমির মাওলানা জাহিদুর রহমান বলেন,আল-কোরআন নাজিলের রাতে কোরআন প্রতিষ্ঠার কাজ করাটাই সবচাইতে বড় ইবাদত। তাই সকলকে কোরআন প্রতিষ্ঠার কাজে আহ্বান জানাচ্ছি।