হাফিজুল ইসলাম লস্কর, সিলেটঃ সিলেটের ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ ”ঢাকা উত্তর রানাপিং আরাবিয়া হুছাইনিয়া মাদ্রাসা,, রানাপিং, গোলাপগঞ্জের ৯৪’তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) জামেয়ার মাঠ প্রাঙ্গনে সকাল ১০ ঘটিকা হইতে পরদিন ফজর পর্যন্ত আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। রাত শেষ হলেই শুরু হবে জামেয়ার বহুল প্রতিক্ষিত ৯৪’তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ২০২৪।
অত্র ইসলানী মহা-সম্মেলন সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা’র স্বনামধন্য প্রিন্সিপাল শায়খ মুহিউল ইসলাম বোরহান (দা.)-এর সভাপতিত্বে ও মাদ্রাসার আছাতেজা কেরামের সঞ্চালনায় অনুষ্টিতব্য ইসলামী মহাসম্মলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াজ ফরমাইবেন আওলাদে রাসুল (সাঃ) সায়্যিদ আশহাদ রশিদী সাহারানপুর, ভারত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াজ ফরমাইবেন, মুফতি খালিদ সাইফুল্লাহ, (মোমেনশাহী), মুফতি রাফি মুনির (ঢাকা), মুফতি মুজিবুর রহমান চাঁদপুরী, মাওলানা আলী আফফান সিরাজী (কিশোরগঞ্জ), মুফতি আব্দুল হক আইয়ুবী (নরসিংদী), মুফতি নোমান ক্বাসিমী (ঢাকা), মুফতি রাফি উদ্দিন মাহমুদ নুরী (ঢাকা), মুফতি আতাউল হক জালালাবাদী, মাও. মমতাজ উদ্দিন বড়দেশী, মুফতি আবুল হাসান জকিগঞ্জী, মুফতি সিরাজুল ইসলাম (সিলেট), মাও. শরীফ উদ্দিন বরবন্দিসহ আরোও স্থানীয় ওলামায়ে কেরাম ওয়াজ ফরমাইবেন।
জামেয়ার ৯৪’তম ইসলামী সম্মেলনে দলে দলে যোগদান করে দুনিয়া ও আখেরাতের অশেষ কামিয়াবী হাসিল করতে এবং ধর্মপ্রান জনতা স্বত:পুর্ত ভাবে উপস্থিত হয়ে সম্মেলনকে সফল ও সার্থক করে তুলতে আহবান জানিয়েছেন জামেয়ার মুহতামিম মাও. যুবাইর আহমদ।