আবু বকার সিদ্দীক হিরা (খুলনা ব্যুরো প্রধান ) আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে রামপাল মংলা সংসদীয় ৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বি.এন.এম) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তরুণ সমাজসেবক সুব্রত মন্ডল শুভ নোঙ্গর প্রতীকের ব্যাপক গণসংযোগ চালায় । এ সময় সুব্রত মন্ডল শুভ সহ উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (ব.এন.এম) তার দলের নেতৃবৃন্দ ।তিনি সর্বসাধারণের মাঝে তার নোঙ্গর প্রতীকের জন্য ভোট ও দোয়া চান। তিনি বিজয়ী হতে পারলে নতুন একটি সমাজ গঠনের প্রতিশ্রুতি দেন এবং তিনি আরো বলেন তিনি যদি বিজয়ী হন তার নোঙ্গর প্রতিক নিয়ে তাহলে সর্বপ্রথম মোংলা নদীর উপর সেতু নির্মাণ , রাস্তাঘাট উন্নয়ন, মংলা সমুদ্র বন্দরকে একটি ডিজিটাল বন্দরে রূপান্তরিত করবেন, পাশাপাশি তিনি আরো বলেন তিনি রামপাল মংলা সংসদীয় আসনে সর্বসাধারণ সর্বস্তরের মানুষের ভোটে নির্বাচিত হতে পারলে কর্মসংস্থানের উন্নয়ন মোংলা ইপিজেড এর উন্নয়ন , ঘরে ঘরে বিদ্যুৎ, এবং তিনি তরুন সমাজদের মাঝে একটি নতুন রামপাল মংলা উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন