প্রবীণ কুমার গুণ লিটন বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম অর্নাস কলেজের অপসারিত অধ্যক্ষ লুৎফর রহমান আবারো অবৈধভাবে যোগদানের পাঁয়তারা করছে।
জানাযায়, গত ২৫ আগষ্ট অত্র কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের নানাবিধ অভিযোগের ভিত্তিতে তদন্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে তাঁকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান অপসারণ করেন। অপসারণের পর থেকেই আবারো অত্র কলেজে যোগদানের জন্য লুৎফর রহমান সরকারি বিভিন্ন দপ্তরের দৌড়-ঝাপ শুরু করেন।এরই ধারাবাহিকতায় এলাকায় গুঞ্জন উঠেছে
আবারোও দুর্নীতিবাজ অপসারিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমান অত্র কলেজে যোগদান করবেন। বিষয়টি নিয়ে কলেজে পাড়ায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের সংঘাতের ঘটনা।
এ ব্যাপারে কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম জানান, অপসারিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমানকে দুর্নীতির দায়েই অপসারিত করা হয়েছিল। তাঁর দুর্নীতি ও অনিয়মে বিষয়ে আমি নিজেই বাদী হয়ে সিরাজগঞ্জ কোর্টে একটি মামলা দায়ের করেছি। এরকম শিক্ষক কলেজে আসলে শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী সহ সচেতন মহলে কেউ মেনে নেবে না। উনি কলেজে আসলে বড় ধরনের সংঘাতের ঘটনাও ঘটতে পারে।