প্রবীণ কুমার গুণ লিটন বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে রায়গঞ্জের ধামাইনগর ইউনিয়নে একই রাতে তিন বাড়ীতে দুর্বৃত্তের হামলা ও ভাংচুর। গত ১৭ জানুয়ারি (শুক্রবার) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়নের লবণকোঠা, আদিত্যবাড়ীয়া ও বাঁকাই গ্রামে এ ঘটনা ঘটে।
জানাযায়, উপজেলার ধামাইনগর ইউনিয়নের লবণকোঠা গ্রামের মৃত বরাত আলীর পুত্র মোজাম্মেল হোসেন, আদিত্যবাড়ীয়া গ্রামের সোহরাব আলীর পুত্র জুবায়ের হোসেন ও একই গ্রামের আনোয়ার হোসেনের পুত্র মোহাম্মদ আলীর বাড়ীতে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে বাড়ীঘর ভাংচুর করে। এ ঘটনায় গত ১৮ জানুয়ারি (শুক্রবার) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজলা পরিষদের চেয়ারম্যান ভিপি আয়নুল হক। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইমতিয়াজ খোকন, ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি রমজান মেম্বার ও যুবদল নেতা রিপন সহ আরো অনেকে।