মোঃশাহেদুল ইসলাম।
স্টাফ রিপোর্টার।
পর্যটন নগরী কক্সবাজারে সাংস্কৃতিক কেন্দ্রে সামনে ব্ল্যাক রোজ ও চায়না রোজ স্পা’র আড়ালে অনৈতিক কর্মকাণ্ড বেড়ে চলছে। কক্সবাজার শহরের কটেজ জোনসহ প্রতি রন্ধ্রে রন্ধ্রে যেমন পর্যটন হয়রানি তেমনি চুরি চিন্তাই ঘটছে হরহামেশা। চুরি চিন্তাই এর পাশাপাশি হয়রানির শিকার হচ্ছে পর্যটনরা ব্ল্যাক রোজ ও চায়না রোজ স্পা নামক পতিতা সেন্টারে। তাদের স্পা সেন্টারের দেহ ব্যবসাকে ডিজিটাইজ করে কক্সবাজারে হোটেল মোটেল জোনের পাশে গড়ে উঠেছে ব্ল্যাক রোজ ও চায়না রোজ স্পা সেন্টার। গত ২৯/০৭/২০২৪ তারিখে সন্ধ্যা ৬:৩০ টায় এই ন্যাক্কার জনক ঘটনা ঘটেছে ব্ল্যাক রোজ স্পা সেন্টারে। ব্ল্যাক রোজ স্পা সেন্টারে দুই বছর যাবত কাজ করা সম্পা বেগম নামক একজন স্পা কর্মী হয়রানির স্বীকার ঐ স্পা সেন্টারের ম্যানেজার আবুল কাশেম প্রকাশ রাজু কতৃক মারধরের অভিযোগ উঠেছে। স্পা কর্মী সম্পা বেগম সাংবাদিকের জানান প্রতিদিনের মতো আমি সঠিক সময়ে অফিস করে আসছি।বিকাল ছয়টা নাগাদ ম্যানেজার রাজু আমাকে রিসিপশনে ডেকে একজন তার ভি আই পি কাস্টমারের সাথে বাইরের হোটেলে অনৈতিক কর্মকান্ডেের জন্য প্রস্তাব দিলে আমি অস্বীকৃতি জানালে তিনি ( প্রকাশ রাজু) হঠাৎ আমার মুখে চড় থাপ্পড় মেরে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে এবং আমার স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে আঘাত করে। পরক্ষণেই আমি ২নং আসামি স্পা সেন্টারের মালিক সিরাজুল ইসলাম সাজু কে মোবাইল করলে তিনিও ম্যানেজারের কর্মকান্ডে মৌন স্বীকৃতি দিয়ে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। সম্পা বেগম আরও জানায় চায়না রোজ নামক আরও একটি স্পা সেন্টারে কাজ করেন সাজুর মালিকানাধীন প্রতিষ্ঠানে । ভুক্তভোগী সম্পা বেগম জানান আমাকে সজোরে মুখের বাম পাশে থাপ্পড় দিলে আমার বাম কান থেকে রক্ত ঝরে কানের পর্দা ফেঠে যায় এবং ডাক্তারের সরনাপন্ন হয়। ঐদিন বিকালে কক্সবাজার সদর থানায় আমি এজেহার করে মামলা দায়ের করি। যার মামলা নাম্বার ৫৮/৫০১।মামলার তারিখ ৩১/০৭/২০২৪। সাজুর মালিকানাধীন স্পা সেন্টারে প্রতিনিয়ত চলছে যৌন ব্যবসা এবং স্পা কর্মীদের মোটা অংকের টাকার বিনিময়ে বিভিন্ন হোটেলে পাঠায় ভুক্তভোগী সাংবাদিকদের জানান এবং মোঃ কাসেম (প্রকাশ রাজু) দুই জনের নামে সদর থানায় একটি নারী ও শিশু নির্যাতনের আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী মোছাম্মৎ শম্পা বেগম। শম্পা বেগমের বাড়ি রাজশাহীতে। কক্সবাজারে তার কোন আপন জন না থাকায় ভয় পেয়ে তিনি কক্সবাজার সদর মডেল থানায় একটি নারী ও শিশু নির্যাতনে আইনে একটি মামলা দায়ের করে।
উত্ত মামলাতে এক নাম্বার আসামী মোঃকাসেম (প্রকাশ রাজু)গ্রেফতার হলেও দুই নাম্বার আসামী সাজু এখন ধরাছোঁয়ার বাইরে। ব্ল্যাক রোজের মালিক সাজু প্রতিনিয়ত মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে।
অবৈধ স্পা ব্ল্যাক রোজ ও চায়না রোজের মালিক সাজুকে গ্রেফতার করে আইনি ব্যবস্থা নিতে ভুক্তভোগী শম্পা কক্সবাজার সদর থানার ওসি রকিব উজ্জামানের কাছে আকুল আবেদন জানান। মামলার এক নাম্বার আসামি আবুল কাশেম প্রকাশ রাজুকে গ্রেফতার করা হয়েছে এবং ব্ল্যাক ও চায়না রোজের মালিককে গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি রকিবুজ্জামান ।