বিশেষ প্রতিনিধিঃ
বান্দরবানের লামা উপজেলার আজিজনগরের চিউনিপাড়া জামে মসজিদ ও হাবিবিয়া ফোরকানিয়া মাদ্রাসার জমি রক্ষার দাবিতে এলাকাবাসী এক মানববন্ধনের আয়োজন করেছে। জমি অবৈধ দখলমুক্ত করার দাবিতে এই মানববন্ধনে বিপুল সংখ্যক স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন।
স্থানীয়দের অভিযোগ, চিউনিপাড়া এলাকার মসজিদ ও মাদ্রাসার পবিত্র জমি দখলের চেষ্টা চালাচ্ছেন ভূমিদস্যু আব্দুর রউফ তাঁতীসহ আরও কয়েকজন। এছাড়াও, আজিজনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজেমূল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে, আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দীনের প্রভাবে মাদ্রাসার মুহতামিম ও মসজিদের খতিব হাফেজ মাওলানা জিয়াউল হকসহ আরও পাঁচজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায়ও প্রতিবাদ জানান এলাকাবাসী।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, “মসজিদ ও মাদ্রাসার জমি মুসলিম উম্মাহর পবিত্র আমানত। এ জমি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ ধরনের দখলচেষ্টা ও মিথ্যা মামলার ঘটনা আমাদের সমাজে অশান্তি সৃষ্টি করছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা চাই।”
অংশগ্রহণকারীরা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত তদন্তের মাধ্যমে মসজিদ ও মাদ্রাসার জমি রক্ষা করতে হবে এবং দোষীদের বিচারের আওতায় আনতে হবে।
উল্লেখ্য, ধর্মীয় প্রতিষ্ঠান ও তার সম্পত্তি নিয়ে এ ধরনের ঘটনা এলাকার শান্তি-শৃঙ্খলার জন্য হুমকি হতে পারে। স্থানীয় প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপ ও সঠিক পদক্ষেপের মাধ্যমে এ সমস্যার সমাধান করা অত্যন্ত জরুরি।