মোঃ মশিউর রহমান
লালমনিরহাট জেলা প্রতিনিধি
জাতীয় দৈনিক বিকাল বার্তা
নির্যাতিতা গৃহবধূর নাম মোছাঃ আদরী বেগম, পিতাঃ মোঃ আবেদ আলী, জাতীয় পরিচয়পত্র নং- ৫০৬৮১১৭৭৬০, সাং- সারপুকুর (পশ্চিম তেলীটারী), সারপুকুর, আদিতমারী, লালমনিরহাট। নির্যাতিতা গৃহবধূ আদরী বেগম (৩০) বলেন আমি আমার স্বামীর সংসার ১৭ থেকে ১৮ বছর যাবৎ করছি এবং ০৩ জন সন্তানের মা হয়েছি এবং আমাকে আমার স্বামী, শ্বাশুড়ি ও শ্বশুর সহ প্রায়ই নির্যাতন করতো। গত ৩১.১২.২৪ ইং, মঙ্গলবার স্বামীর সংসারে সামন্য বিষয় নিয়ে আমার শ্বাশুড়ি আমাকে গালিগালাজ শুরু করলে আমি আমার শ্বাশুড়িকে ভদ্রভাবে ভালো কথা বলতে বলায় আমার শ্বাশুড়ি আমার মাথার চুলের খোপা ধরে বলে তোকে আজকে মেরেই ফেলবো দেখি আজকে তোর কোন বাবা বাচায় বলতে বলতে আমাকে মারতে শুরু করে ও পরেক্ষনেই আমার শ্বশুর, আমার স্বামী, আমর চাচা শ্বশুর, দেবর সহ ০৬ জন মানুষ আমাকে অমানবিকভাবে আমাকে মারতে মারতে আমার শরীরের বিভিন্ন জায়গায় ফুলা ও হয়েছে। তাই আমি অতি নির্যাতনের শিকার হয়ে ১। মোঃ মোস্তফা মিয়া (৩৫) পিতা – মোঃ মন্টু মিয়া, ২। মোঃ মন্টু মিয়া (৬৮) পিতা – মৃত সোবহান আলী, ৩। মোছাঃ আহিলা বেগম (৪৫), ৪। মোঃ সালাম মিয়া (৬০), পিতা – মৃত সোবহান আলী, ৫। মোঃ ফারুক মিয়া (২৬), পিতা – মোঃ সালাম মিয়া, ৬। মোঃ বাবলু মিয়া (৪০) পিতা – মোঃ ফজলু মিয়া, সাং- সরকারটারী, হারাটী, লালমনিরহাট সদর, লালমনিরহাট দ্বয়ের নামে আজ ০১.০১.২০২৫ ইং, রোজ বুধবার, লালমনিরহাট সদর থানায় অভিযোগ দায়ের করেছি। আমি গুরুতর অসুস্থ অবস্থায় লালমনিরহাট ২৫০ সয্যা বিশিষ্ট সদর হাসপাতালে গিয়ে মহিলা ওয়ার্ডে ভর্তি হয়েছি, যাহার রেজিঃ ০৭/০৭, বেড নং- ৬০, তাই আমি বাংলাদেশ সরকারের কাছে এই নির্যাতনের সঠিক বিচার চাই।