মোঃ তারেক রহমান, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি: সাড়াদেশের ন্যায় সিরাজগঞ্জের শাহজাদপুরেও মেয়েদের জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৪ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ৩০ অক্টোবর (২০২৪) বুধবার সকাল সাড়ে ১০টায় সপ্তবর্ণ মডেল স্কুলের ছাত্রীদের মাঝে উৎসব মুখর পরিবেশে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়। উক্ত টিকাদান কর্মসূচিতে সভাপতিত্ব করেন সপ্তবর্ণ মডেল স্কুলের অধ্যক্ষ মোঃ মঈন উদ্দীন ও সঞ্চালনায় ছিলেন শ্যামল দত্ত । উক্ত টিকাদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শারমিন আলম। এ সময় শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে স্কুলের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা দেওয়া হয়। এসময় আরো উপস্থিত ছিলেন পরিচালক, নিরঞ্জন কুমার পাল, তছলিম উদ্দিন ও মোঃ সোহেল রানা প্রমুখ। শাহজাদপুর উপজেলায় এবছর ২৮ হাজার ৪৭৭টি এইচপিভি টিকা প্রদান করা হবে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান এর বাহিরে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের নিকটস্থ কেন্দ্রসমূহে এইচপিভি টিকা প্রদান করা হবে বলে জানিয়েছেন শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.শারমিন আলম । এ সময় শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সবাইকে এইচপিভি টিকা নেওয়ার আহ্বান জানান।