স্টাফ রিপোর্টার:
সারাদেশের ন্যায় খুলনার চুকনগর মাদারতলা টানা তিন দিনের মৃদু শৈত্যপ্রবাহ শেষে দুই দিন বিরতির পর আজ বৃহস্পতিবার আবারও শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর শৈত্যপ্রবাহে জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছে না। বিপাদে পড়েছেন খেটে খাওয়া মানুষ। অসুস্থ হয়ে পড়ছে শিশুরা।
পৌর এলাকার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার আজ সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ১২ জানুয়ারি শুক্রবার চলতি মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ রেকর্ড করে আবহাওয়া পর্যবেক্ষণাগার।
ওই দিন সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। পরদিন শনিবার একই সময়ে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং তার পরদিন রোববার ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
আবহাওয়াবিদেরা জানান, কোনো এলাকায় তাপমাত্রা যদি ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, তাহলে ওই এলাকার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। টানা তিন দিন শৈত্যপ্রবাহের পর সোমবার তাপমাত্রা বেড়ে দাঁড়ায় ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে, পরদিন মঙ্গলবার দাঁড়ায় ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক , সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় এমন শীত অনুভূত হচ্ছে।