মোঃ মাকসুদুর রহমান রোমান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলায় মিষ্টি আলু রপ্তানি হচ্ছে জাপানের মিষ্টি আলু চাষাবাদে কৃষকের অধিক ফলন ও লাভ বেশি হওয়ায় মিষ্টি আলু চাষে ঝুঁকছে শেরপুরের কৃষকরা। জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর ২১২ হেক্টর জমিতে মিষ্টি আলু চাষ হয়েছে। মিষ্টি আলু চাষে অল্প খরচ, সেচ ও রাসায়নিক সার কম প্রয়োজন হওয়ায় উচ্চফলনশীল জাপানি কোকেই-১৪ জাতের প্রতি দিন দিন কৃষকের আগ্রহ বাড়ছে। শেরপুর সদর উপজেলার বলাইয়ের চর ইউনিউয়নের নয়া পাড়া গ্রামের কৃষকরা জনান, বিঘা প্রতি তাদের খরচ ১০-১৫ হাজার টাকা আর লাভ হয় ৩০ হাজার টাকার মত।
নারুতো জাপান কোম্পানি লিমিটেড বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ, সার ও কীটনাশক দিয়ে থাকে।
এছাড়া মাঠ থেকেই একটি নির্দিষ্ট মূল্যে মিষ্টি আলু সংগ্রহ করছে কোম্পানিটি। তাতে দাম পতনের দুশ্চিন্তা করতে হয় না কৃষকদের। নারুতো জাপান কোম্পানি লিমিটেডের ফিল্ড সুপারভাইজার জাকারিয়া ইসলাম বলেন, চলতি মৌসুমে সদর উপজেলার বলাইয়ের চর, চর মোচারিয়া ও কামারের চরে ৪৩ জন কৃষকের সাথে তারা চুক্তিবদ্ধ হয়েছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান,শেরপুরের চরাঞ্চলের মাটি মিষ্টি আলু চাষের জন্য খুবই উপযোগী।জাপানের একটি কোম্পানি মিষ্টি আলুর উদ্যোক্তা হওয়ায় দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের পথ প্রশস্ত হচ্ছে।