স্টাফ রিপোর্টার বাবুল চৌধুরী জাতীয় দৈনিক বিকাল বার্তা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম- ১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনে বিপুল ভোটে বিজয়ী ঈগল প্রতীক স্বতন্ত্র
প্রার্থী এম,এ আবদুল মোতালেব সংসদ সদস্য হিসাবে শপথ
গ্ৰহণ করলেন। গত বুধবার (১০জানুয়ারি) বেলা ১১টা১০ মিনিটের সময় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এরপর নবনির্বাচিত সংসদ সাংসদরা সবাই এক সাথে সংসদের রেজিষ্টোরে স্বাক্ষর করতে বলা হয় নবনির্বাচিত সাংসদরা স্পিকারের সামনে শপথ ফরমে স্বাক্ষর প্রধান করেন। জাতীয় সংসদের স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী সকাল ১০টা১২মিনিটে এমপি হিসেবে নিজেই নিজেই শপথ নেন। পরে শপথ বইয়ে স্বাক্ষর তিনি। শপথ নিতে সকাল থেকে সংসদ ভবনে প্রবেশ করেন দ্বাদশ সংসদ নির্বাচনের বিজয়ী সদস্যরা। চলতি ২৪ সালের ৭এই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ২৯২ চট্টগ্রাম-১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনে ঈগল প্রতীক স্বতন্ত্র প্রার্থী এম, এ আবদুল মোতালেব ৮৫৯৫৩ ভোট পেয়ে বিজয় লাভ করেন। পক্ষান্তরে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক প্রতীকের প্রার্থী প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী পেয়েছেন ৩৯২৬৫ভোট। বিপুল ভোটে বিজয়ী হয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।