এ কে আযাদ,স্টাফ রিপোর্টার:
চট্রগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ফুলজানি বরবাড়ি পাড়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধ কোটি টাকা। এখন পরিবারগুলো একেবারে নিঃশ্ব।
বুধবার (০৬ নভেম্বর) আনুমানিক রাত এক টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট উপজেলার ঢেমশা ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের ফুলজানি বরবাড়ি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ড সম্পর্কে মাঈনুদ্দিন বলেন,রাত এক টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত। আগুন মুহূর্তে চারিদিকে লাগলে পরিবারগুলো নিঃশ্ব হয়ে পড়ে। পরিবারগুলো ঘর থেকে কিছু বের করতে পারে নি।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন-আব্দুল গফুর, আব্দুস সফুর,মহিউদ্দিন, হারুনুর রশিদ, নাছির উদ্দীন, আব্দুল মালেক, সাজ্জাদ হোসেন, আবুল হোসেন, সাহাদাত হোসেন, মোহাম্মদ ইউছুপ।
ক্ষতিগ্রস্ত ইউছুপ বলেন,ফায়ার সার্ভিসের জরুরি নাম্বারে কল করে ও ৪০ মিনিট দেরিতে আসে। যথাসময়ে আসলে কিছু ঘর আগুনের লেলিহান থেকে রক্ষা পেত।