এ কে আযাদ, স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের সাতকানিয়ায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনা ঘটে ।
(সোমবার (২৮ অক্টোবর) সকাল ১০ টার দিকে সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের
৩নং ওয়ার্ডের সোলতান মাঝি বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। মোহাম্মদ আফসান (২) ঢেমশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সোলতান মাঝি এলাকার সাইফুলের পুত্র।
জানা যায়,সোমবার সকালে আফসান বাড়ির উঠানে খেলা করছিল। এক পর্যায়ে উঠানে রাখা পানি ভর্তি বালতিতে পড়ে দম বন্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। পরে শিশুটিকে উদ্ধার করে কেরানীহাট বেসরকারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এব্যাপারে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল খান বলেন,এধরনের কোন খবর আমাদের কাছে আসেনি।