নুরুল কবির বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় ছদাহা ইউনিয়ন যুবলীগের সভাপতি কিশোর গ্যাং লিডার আবদুর রহিম জয়কে (৩১) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ২টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আবদুর রহিম জয় ছদাহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড রোয়াজির পাড়া এলাকার মো. নুরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে কিশোর গ্যাং লালন, জায়গা-বাগান দখল, চাঁদাবাজি, মামলা বাণিজ্যসহ নানা অভিযোগ রয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তাফা কামাল খান বিষয়টি নিশ্চিত করে বলেন, যুবদল নেতার উপর হামলার ঘটনায় জড়িত সন্দেহ এবং আওয়ামী লীগের ডাকা হরতালের সমর্থনে নাশকতা করার পরিকল্পনা করায় ছদাহা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবদুর রহিম জয়কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে