চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান
কে এম আবুল কাশেম:
বাদী মোহাম্মদ এনাম (৩৩) এর ছোট ভাই মফিজ উদ্দিন (২০) গত ১২/০৩/২০২৪ খ্রিঃ তারিখ বিকাল ০৪:০০ ঘটিকায় চান্দগাঁও থানাধীন বাদশা চেয়ারম্যানঘাটা কবরস্থান সংলগ্ন জামাল সাহেবের বিল্ডিং এর পাশে রাস্তায় পৌঁছিলে অজ্ঞাতনামা ২/৩ জন আসামী ছোরা দ্বারা ভয় দেখাইয়া দস্যুতা সংঘটন করে মফিজ উদ্দিন এর হেফাজত হতে আ্যান্ড্রয়েট মোবাইল ও নগদ টাকা এবং ০১ টি ব্যাগ ছিনাইয়া নেয়।
উক্ত ঘটনায় মামলা রুজুর পর মামলার তদন্তকারী অফিসার এসআই(নিঃ) মুহাম্মদ আলম খাঁন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মামলার ঘটনায় জড়িত ১। মোহাম্মদ রিয়াদ (২০), ২। মোঃ রাকিব (১৯), ৩। মোঃ রাসেল (২০) দের ধৃত করেন এবং আসামীদের হেফাজত হতে মামলার ঘটনায় লুণ্ঠিত ০১টি মোবাইল ফোন, নগদ ৩০০০/- (তিন হাজার) টাকা উদ্ধার করেন।