মোঃ শরিফুল ইসলাম
বিশেষ প্রতিনিধি
সিরাজগঞ্জ ।
সিরাজগঞ্জ সদর উপজেলার চন্ডীদাস গাতী পরিত্যক্ত বেইলি ব্রিজে সাহেব আলী (৬২)নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।মৃত ব্যক্তি সদর থানার শিয়ালকোল ইউনিয়নের বড়হামকুরিয়া গ্রামের মৃত মাঙ্গন আলীর ছেলে।সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জ্বনাব আতাউর রহমান দৈনিক বিকালবার্তা কে এ তথ্য নিশ্চিত করেন। আজ (৮ জুন)শনিবার রাত আনুমানিক সাড়ে দশটার সময় লাভলু বাবুল কম্পোজিট মিলে ডিউটি শেষ করে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। চন্ডীদাসগাতী পরিত্যক্ত বেইলি ব্রিজের উপর দিয়ে সাইকেল নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।ব্রিজের পাটাতন না থাকায় তিনি সাইকেল নিয়ে যাওয়ার সময় নিচে পানিতে পড়ে মৃত্যুবরণ করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল প্রায় এক ঘন্টা অভিযান পরিচালনা করে মৃত ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হন। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন,ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।