ওয়াসিম শেখ স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জে ১০ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানের দল। আজ সকালে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুলহাস উদ্দিন। শনিবার (৬ জুলাই ২০২৪ইং) সকাল ৭:২০ মিনিটের সময় জেলা সদর থানাধীন সায়দাবাদ ইউনিয়নের সায়দাবাদ গ্রামের নূর মোহাম্মদের মুদি দোকানের সামনে থেকে মোঃ খোরশেদ আলম (৩৯), চাকেরকুটি গ্রামের মৃত নজির হোসেনের ছেলে ও মোঃ জাহিদুল ইসলাম (২৭), চতলারপাড় গ্রামের মৃত নেকবর আলীর ছেলে উভয়ের নাগেশ্বরী থানার কুড়িগ্রাম জেলাদ্বয়ের হেফাজত হতে ১০(দশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী আসামী মোঃ খোরশেদ আলম (৩৯) এর বিরুদ্ধে ০১টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।