মোঃ মুনছুর হেলাল, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ জেলা এনায়েতপুর থানাধীন গোপালপুর গ্রামে ৯ বছরের হাফেজ পড়ুয়া শিশুক বাচ্চাকে দর্শন করা হয় এই অভিযোগর পরিপ্রেক্ষিতে এনায়েতপুর থানায় মামলা করন ধর্ষিতা শিশুর পিতা মোঃ সাইদুল ইসলাম (৫০) পিতা মোঃ তহির ঊদ্দিন মাতা মোছাঃ জিন্নাতুন গ্রাম গোপালপুর (মসজিদ রোড) থানা এনায়েতপুর জেলা সিরাজগঞ্জ ও ফুফা মোঃ মোতাহার হোসেন (৫০) পিতা মৃত জালাল উদ্দিন গ্রাম ধুল ঘাগড়াখালী খালি বেলকুচি সিরাজগঞ্জ। আসামি হামজালা (৩০) পিতা মোঃ ইব্রাহিম হোসেন গ্রাম গোপালপুর মসজিদ রোড থানা এনায়েতপুর জেলা সিরাজগঞ্জ গ্রেফতার করেছে এনায়েতপুর থানা পুলিশ। শনিবার ২৭ জানুয়ারি রাতে তাহাকে ঢাকা যাওয়ার পথে গ্রেফতার করা হয়। তিনি এনায়েতপুর থানা গোপালপুর গ্রামের বাসিন্দা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শনিবার ২৭ জানুয়ারি দুপুর ১২ টার সময় ঔ শিশুকে মাদরাসা থেকে বাড়িতে ফেরার সময় শিশুটিকে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে এক বাড়িতে ডেকে নিয়ে যান মোঃ হামজালা তখন বাড়িতে কেউ না থাকায় এই সুযোগে শিশুটিকে ধর্ষণ করেন তিনি। ধর্ষণের ফলে শিশুটি অজ্ঞান অবস্থায় পড়ে থাকেন এই অবস্থা এলাকার লোক জন বুঝতে পেড়ে শিশুটিকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হসপিটাল নিয়ে গিয়ে ভর্তি করেন একপর্যায়ে শিশু বাচ্চাটি রক্তক্ষরণ শুরু হয়।
চিকিৎসার জন্য প্রথমে তাহাকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে শিশু বাচ্চাটিকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ওইদিন শিশুটির মা-বাবা বাদী হয়ে এনায়েতপুর থানায় মোঃ হামজালা বিরুদ্ধে মামলা করেন। ঘটনা বেগতিক বুঝতে পেরে আসামি মোঃ হামজালা (৩০) পালিয়ে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় যাওয়া পথ থেকে তাহাকে গ্রেফতার করা হয়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাবাসী ধর্ষণকারী মোহা হামজালা (৩০) ধর্ষণর শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে মানববন্ধন করেছেন । এনায়েতপুর থানা পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে (এস আই) সুজিৎ এ তথ্য নিশ্চিত করেছেন।