আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ সিলেট প্রতিনিধি:
জকিগঞ্জের বারঠাকুরী ইউপি ছাত্রদলের মতবিনিময় সভা শেষে জাফর আহমদ (২৫) নামের এক সমন্বয়ককে ও তার ভাই শাকিল আহমদ (২২)কে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে ছাত্রদল নেতাকর্মীরা। শনিবার সন্ধ্যা রাতে উপজেলার সোনাসার বাজারে এ ঘটনা ঘটে। জানা গেছে, বারঠাকুরী ইউনিয়ন ছাত্রদলের আগামীর নেতৃত্ব ও সাংগঠনিক কার্যক্রম ত্বরান্বিত করতে শনিবার বিকেলে সোনাসার বাজারের একটি কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভা আহবান করেন উপজেলা ছাত্রদলের আহবায়ক কামরুল ইসলাম ও সদস্য সচিব রায়হান আহমদ। ওই সভা শেষে কোন্দলের জেরে সমন্বয়ক জাফর আহমদ ও তার ভাই শাকিল আহমদকে ছাত্রদলের একটি অংশের নেতাকর্মীরা পিটিয়ে আহত করেন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।
সূত্র জানায়, আহত জাফর আহমদ ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও গত আগস্ট মাসে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি নিজেকে সমন্বয়ক দাবী করে আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী ও নিরীহ মানুষদের জড়িয়ে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলা দায়েরের পর থেকে তিনি ছাত্রদলের বিভিন্ন সভায় প্রভাব বিস্তারের চেষ্ঠা করেন। শনিবারও ছাত্রদলের মতবিনিময় সভায় সমন্বয়ক জাফর আহমদ ও তার ভাই শাকিল আহমদ উপস্থিত হয়ে প্রভাব বিস্তার করতে চাইলে ছাত্রদল নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে তাকে গণপিটুনি দিয়ে আহত করেন।
এ নিয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রদলের আহবায়ক কামরুল ইসলাম জানান, ছাত্রদলের মতবিনিয়ম সভা শেষে একটা ঘটনা ঘটেছে কিন্তু কেন এমন ঘটনা ঘটলো সেটা তিনি জানতে পারেননি।এ ব্যাপারে সমন্বয়ক জাফর আহমদের মুঠোফোনে কল করা হলে মাসুম আহমদ নামের একজন কল রিসিভ করে জানান, বর্তমানে তিনি হাসপাতালে আছেন।