আব্দুস শহীদ শাকির জকিগঞ্জ সিলেট প্রতিনিধি: জকিগঞ্জে পুলিশের অভিযানে শরীফ আহমদ নামের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে জকিগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার ( ১৪ নভেম্বর) জকিগঞ্জ থানার এসআই রেজুয়ান আলী মোল্লা ও এএসআই আবুল কালাম আজাদের৷ সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের ঘেচুয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার শরীফ আহমদ ঘেচুয়া গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে। তিনি সিআর মামলায় সাজারপ্রাপ্ত পলাতক আসামি।পুলিশ সুত্রে জানা যায়, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানের সার্বিক দিক নির্দেশনায় ও জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুনের তদারকীতে এবং জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস.এম মাহমুদ হাসান রিপনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস.এম মাহমুদ হাসান রিপন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আসামিকে আদালতে প্রেরণ করা হচ্ছে।