বিকাল বার্তা প্রতিবেদক: সিলেটের এমসি কলেজ মাঠে ড. মিজানুর রহমান আজহারির তাফসির মাহফিল শেষে মোবাইলফোন ও স্বর্ণ চুরির ঘটনায় থানায় ২৫টি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। আটক করা হয়েছে ১০ নারী-পুরুষকে।
আটককৃতদের মধ্যে ৪জন নারী স্বর্ণ চুরির মামলায় ও ৬জন পুরুষকে মোবাইল চুরির ঘটনায় আটক করা হয়। রোববার(১২ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।তিনি বলেন, তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের শেষ দিনে মোবাইল ফোন খোয়া যাওয়ার ঘটনায় এসএমপির শাহপরান (র.) থানায় ২৫ টি জিডি ও ২টি চুরির মামলা দায়ের করেছেন।
শনিবার (১১ জানুয়ারি) রাতে আনজুমানে খেদমতে কুরআন সিলেট আয়োজিত সিলেট এমসি কলেজ মাঠে তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল সম্পন্ন হয়েছে।
শেষ দিনে মাহফিলের শেষ বক্তার বয়ান পেশ করেন জনপ্রিয় ইসলামি স্কলার ড. মাওলানা মিজানুর রহমান আজহারী। তাকে দেখতে ও বয়ান শুনতে জড়ো হোন লাখ লাখ মানুষ। আর এই সুযোগে চুরির ঘটনা ঘটে।